Linux Mint হল Linux জগতের দ্বিতীয় জনপ্রিয় ডিস্ট্রিবিউশন। এটি মূলত Ubuntu এর LTS মানে Long Term Support এর উত্তরসূরি। তাই এটি অনেক নিরাপদ আর স্থিতিশীল। আর Cinnamon ডেস্কটপ এনভাইরন্মেন্ট একে করেছে Windows ব্যবহারকারীদের কাছে স্বাচ্ছন্দের।
আজকে কিভাবে এতে Static Ethernet মানে Broadband কানেকশন দেওয়া যায় তা দেখব।
১। প্রথমে ডানে নিচে Network আইকনে ক্লিক করে Network Connections অপশনে ক্লিক করুন।
২। এখন খোলা উইন্ডোতে Wired connection 1 নামে Ethernet এর নিচে একটি connection থাকবে। ওতে ক্লিক করুন। এখন Edit সিলেক্ট করুন।
৩। খোলা উইন্ডোতে অপশনগুলো থেকে IPv4 Settings সিলেক্ট করুন।
৪। এবার এর নিচে Method এর সাথে ড্রপ-ডাউন মেনু থেকে Manuel সিলেক্ট করুন।
৫। এতে উইন্ডোটি নিচের মত আসবে। এখান হতে Add এ ক্লিক করুন।
৬। এবার একটু কৌশল করতে হবে। কারণ আপনাকে IP Address, Subnet Mask, Default Gateway দিতে হবে। এই তথ্যগুলো যদি আপনি না জানেন তাহলে নিছে দেখুন <কিভাবে windows এ Ethernet এর তথ্য জানা যায়>
Add Button চাপার পর Address এর ঠিক নিচের খালি জায়গায় Double ক্লিক করুন।
এখন আপনার IP Address লিখুন। যেমন-172.16.200.25
এবার Tab বাটন একবার চেপে Subnet Mask লিখুন। যেমন-255.255.255.0
আবার Tab চেপে Default Gateway দিন। যেমন-172.16.200.1
এবার Enter চাপুন।
এরপর DNS servers এর ডান পাশের খালি ঘরে 8.8.8.8, 4.2.2.2 লিখে নিচের Save বাটন চাপুন।
৭। আপনার পিসি এখন ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে যাবে। না হলে Network Off করে আবার On করুন।
প্রথমত, আপনি আপনার ইন্টারনেট প্রোভাইডারের কাছথেকে এই তথ্য গুলো জানতে পারেন আবার আপনার নিজ পিসিতে যদি আগে থেকে প্রোভাইডার এসব সেট করে দিয়ে থাকে তাহলে নিচের পদ্ধতিতে জেনে নিতে পারেন। আপনার ইন্টারনেট যদি Static type এর হয় মানে Manual কানেকশন হয় তাহলেই এই মেথড কাজ করবে।
তো, আজ এপর্যন্তই। আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে।
বিঃদ্রঃ
১। আপনার মূল্যবান মতামত কমেন্টে দিতে ভুলবেন না।
২। ভূল-ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে শুধরে দিলে উপকৃত হব।
About Jahirul Islam
Hi, My Name is Jahirul Islam...
0 comments:
Post a Comment