Powered by Blogger.

Thursday, February 9, 2017

ফন্ট পরিবর্তন করিঃ কম্পিউটার(windows registry hack)


আমরা কম্পিউটার ব্যবহারের সময় স্কিনে যে ফন্ট দেখি সেটা Microsoft এর ডিফল্ট ফন্ট। সাধারণত windows আমাদের ফন্ট পরিবর্তন করতে দেয় না। কিন্তু, আমরা একটু বুদ্ধি খাটিয়ে এই কাজটি সহজে করতে পারি। আর সেই পদ্ধতিটি হল Registry পরিবর্তন করে।

Registry হল “The Windows Registry is a hierarchical database that stores low-level settings for the Microsoft Windows operating system”[1]. মানে Registry হল এমন একটি জায়গা যেখানে Microsoft Windows operating system এর low-level settings মানে মেশিন লেভেল এর সেটিংস থাকে। সহজ ভাবে, যেখানে সব সেটিংস থাকে।

পদ্ধতি ১ঃ
১/ প্রথমে run এ যান। run এ যেতে win+R চাপুন।
২/ এখন regedit লিখে Enter চাপুন। এবং Yes দিন। এইরকম একটি ছবি দেখতে পাবেন।


৩/ এবার [HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\FontSubstitutes] সাব-ফোল্ডারে যান।



৪/ এখন FontSubstitutes এর আন্ডারে Segoe UI নামের একটি রেজিস্ট্রি আছে। এটাতে Double Click করুন। Value Data হিসেবে আপনার ইচ্ছানুযায়ী ফন্ট এর নাম লিখুন। ওকে দিন।



৫/ এবার পিসি রিস্টার্ট দিন। আর দেখুন ম্যাজিক।


পদ্ধতি ২ঃ
এই পদ্ধতিতে উপরের মত এত ঝামেলা পোহাতে হয় না বার বার। একবার করে নিলেই হয়। এরপর শুধু Change && Run.
১/ প্রথমে এই ফাইলটি ডাউনলোড করে নিন। এবং সরাসরি ধাপ ৫ এ যান।
অথবা,
Notepad ওপেন করুন এবং নিচের মত করে হুবুহু লিখে ফেলুন বা Ctrl+C && Ctrl+V.

Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Fonts] 
"Segoe UI (TrueType)"=""
"Segoe UI (TrueType)"=""
"Segoe UI Black (TrueType)"=""
"Segoe UI Black Italic (TrueType)"=""
"Segoe UI Bold (TrueType)"=""
"Segoe UI Bold Italic (TrueType)"=""
"Segoe UI Historic (TrueType)"=""
"Segoe UI Italic (TrueType)"=""
"Segoe UI Light (TrueType)"=""
"Segoe UI Light Italic (TrueType)"=""
"Segoe UI Semibold (TrueType)"=""
"Segoe UI Semibold Italic (TrueType)"=""
"Segoe UI Semilight (TrueType)"=""
"Segoe UI Semilight Italic (TrueType)"=""

[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\FontSubstitutes]
"Segoe UI"="Arial"

এবার শুধু Arial এর জায়গায় পছন্দ মত ফন্টের নাম লিখুন।
২/ এখন Ctrl+S চাপুন। পছন্দমত নাম দিন এবং শেষে .reg লিখে দিন। ওকে করুন ।
৩/ এবার File এ Double Click করুন এবং OK OK দিন।
৪/ এবার পিসি রিস্টার্ট দিলেই কেল্লাফতে।
৫/ এরপর যখনই ফন্ট পরিবর্তন করতে ইচ্ছা হবে .reg file টা notepad এ ওপেন করে "Segoe UI"="Arial", এখানে Arial এর জায়গায় পছন্দ মত ফন্টের নাম এবং ২, ৩, ৪ ধাপ পুনরায়।


Note: Feel free to comment

রেফারেন্সঃ


Published: By: Jahirul Islam - 3:32 PM