Registry হল “The Windows Registry is a hierarchical database that stores low-level settings for the Microsoft Windows operating system”[1]. মানে Registry হল এমন একটি জায়গা যেখানে Microsoft Windows operating system এর low-level settings মানে মেশিন লেভেল এর সেটিংস থাকে। সহজ ভাবে, যেখানে সব সেটিংস থাকে।
পদ্ধতি ১ঃ
১/ প্রথমে run এ যান। run এ যেতে win+R চাপুন।
২/ এখন regedit লিখে Enter চাপুন। এবং Yes দিন। এইরকম একটি ছবি দেখতে পাবেন।
৩/ এবার [HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\FontSubstitutes] সাব-ফোল্ডারে যান।
৪/ এখন FontSubstitutes এর আন্ডারে Segoe UI নামের একটি রেজিস্ট্রি আছে। এটাতে Double Click করুন। Value Data হিসেবে আপনার ইচ্ছানুযায়ী ফন্ট এর নাম লিখুন। ওকে দিন।
৫/ এবার পিসি রিস্টার্ট দিন। আর দেখুন ম্যাজিক।
পদ্ধতি ২ঃ
এই পদ্ধতিতে উপরের মত এত ঝামেলা পোহাতে হয় না বার বার। একবার করে নিলেই হয়। এরপর শুধু Change && Run.
১/ প্রথমে এই ফাইলটি ডাউনলোড করে নিন। এবং সরাসরি ধাপ ৫ এ যান।
অথবা,
Notepad ওপেন করুন এবং নিচের মত করে হুবুহু লিখে ফেলুন বা Ctrl+C && Ctrl+V.
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Fonts]
"Segoe UI (TrueType)"=""
"Segoe UI (TrueType)"=""
"Segoe UI Black (TrueType)"=""
"Segoe UI Black Italic (TrueType)"=""
"Segoe UI Bold (TrueType)"=""
"Segoe UI Bold Italic (TrueType)"=""
"Segoe UI Historic (TrueType)"=""
"Segoe UI Italic (TrueType)"=""
"Segoe UI Light (TrueType)"=""
"Segoe UI Light Italic (TrueType)"=""
"Segoe UI Semibold (TrueType)"=""
"Segoe UI Semibold Italic (TrueType)"=""
"Segoe UI Semilight (TrueType)"=""
"Segoe UI Semilight Italic (TrueType)"=""
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\FontSubstitutes]
"Segoe UI"="Arial"
এবার শুধু Arial এর জায়গায় পছন্দ মত ফন্টের নাম লিখুন।
২/ এখন Ctrl+S চাপুন। পছন্দমত নাম দিন এবং শেষে .reg লিখে দিন। ওকে করুন ।
৩/ এবার File এ Double Click করুন এবং OK OK দিন।
৪/ এবার পিসি রিস্টার্ট দিলেই কেল্লাফতে।
৫/ এরপর যখনই ফন্ট পরিবর্তন করতে ইচ্ছা হবে .reg file টা notepad এ ওপেন করে "Segoe UI"="Arial", এখানে Arial এর জায়গায় পছন্দ মত ফন্টের নাম এবং ২, ৩, ৪ ধাপ পুনরায়।
Note: Feel free to comment
রেফারেন্সঃ